কলম্বিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামায় নিহত ২১

ছবি সংগৃহীত

কলম্বিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামায় নিহত ২১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কলম্বিয়ার রাজধানী বোগোতায় পুলিশের একটি অ্যাকাডেমিতে এক আত্মঘাতী গাড়ি বোমা হামায় ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬৮ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

খবর এপির।

স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ বোগোতার ওই পুলিশ অ্যাকাডেমিতে হামলা হয়। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও অভিযোগের আঙুল দেশটির বিদ্রোহী গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি জঙ্গিদের দিকেই।

পুলিশ জানিয়েছে, হোসে আলদেমার রোহাস নামে ৫৬ বছরের এক ব্যক্তি বিস্ফোরক ভর্তি ট্রাকটি চালাচ্ছিল।

বিস্ফোরণে তারও মৃত্যু হয়েছে।

হঠাৎ করেই বিস্ফোরক বোঝাই ট্রাকটি পুলিশ অ্যাকাডেমিতে ঢুকে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয়। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ৮০ কিলোগ্রাম বিস্ফোরক ছিল ওই ট্রাকে।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর