মেঘনায় ট্রলারডুবি: সকালের পর ‍দুপুরের মিলল লাশ

২ লাশ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবি: সকালের পর ‍দুপুরের মিলল লাশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মুন্সীগঞ্জের মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরও এক লাশের সন্ধান মিলেছে। এ নিয়ে নিখোঁজ ২০ জনের মধ্যে দুটি লাশের সন্ধান মিলল। এরমধ্যে রোববার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া প্রান্তের মেঘনা নদীতে একটি ও চাঁদপুরের মতলব থানাধীন ষাটনল এলাকার থেকে দুপুর পৌনে ১২টায় আরকেটি মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জোনের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ও দুপুরে দুই স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহ দুটি ট্রলারের নিখোঁজ শ্রমিকদের কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের এমপি হুমায়ূন কবির জানান, স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলে লাশটির শনাক্ত করা সম্ভব হবে।

এটি ট্রলারডুবির শ্রমিকের লাশ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার রাতে মুন্সীগঞ্জের সদরের চরঝাপটা এলাকার মেঘনা নদীতে একটি মাটিকাটা ট্রলারকে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার ধাক্কায় ট্রলারটি মেঘনায় ডুবে যায়। এ সময় ট্রলারটিতে ৩৪ জন শ্রমিক ছিল। ১৪ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয় ২০ শ্রমিক।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর