‘আগুন নিয়ে খেলবে না’

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয় হাশ্‌দ আশ-শাবি

‘আগুন নিয়ে খেলবে না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসরাইলকে আগুন নিয়ে না খেলার জন্য হঁশিয়ারি উচ্চারণ করেছে ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি।

ইসরাইলি বাহিনী ইরাকের এ সংগঠনের যোদ্ধাদের ওপর হামলা চালাতে পারে বলে 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের হুমকির পর হাশ্‌দ আশ-শাবি এ হুঁশিয়ারি উচ্চারণ করল।

হাশ্‌দ আশ-শাবির অন্যতম কমান্ডার মঈন আল-কাযেমি ইরাকের কুর্দি টেলিভিশন রুদাওকে দেয়া এক সাক্ষাৎকারে রোববার এ কথা বলেন।  

তিনি বলেন, ইসরাইলের আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার জন্য তার সংগঠন প্রস্তুত রয়েছে।

যদিও ইসরাইল এ ধরনের হামলা চালায়নি। তবে তাদের গণমাধ্যম এ নিয়ে ভুয়া খবর প্রচার করে ইরাক সরকারের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে।

আল-কাযেমি বলেন, কোনো সন্দেহ নেই যে, ইসরাইল যদি হাশ্‌দ আশ-শাবির বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।

‌‘হাশ্‌দ আশ-শাবি হচ্ছে ইরাকের সরকারি একটি সামরিক সংস্থা এবং ইরাক সরকারের অর্থে পরিচালিত  হয়।

অতএব, ইরাককে রক্ষা করার অধিকার এ সংগঠনের রয়েছে। ’

চলতি মাসের প্রথম দিকে মাইক পম্পেও বলেছিলেন, ইসরাইল যদি হাশ্‌দ আশ-শাবির ওপর হামলা চালায় তাহলে আমেরিকা কোনো প্রতিক্রিয়া দেখাবে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর