'উন্নয়নশীল হয়েছি, উন্নত দেশের কাতারে যেতে হবে'

ফাইল ছবি

'উন্নয়নশীল হয়েছি, উন্নত দেশের কাতারে যেতে হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে সরকারের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে  আমরা তার মর্যাদা ধরে রাখাব।

তিনি বলেছেন, আমরা উন্নয়নশীল দেশের এর মর্যাদা লাভ করেছি। এখন উন্নত দেশের কাতারে যেতে হবে। এজন্য উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।

আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এসব কথা বলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই প্রথম একনেক বৈঠক। বৈঠকে অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, চলমান প্রকল্পগুলোর কাজের গতি ধরে রাখতে হবে, তবে অবশ্যই কাজের মান নিশ্চিত করতে হবে। এজন্য কাজে নজরদারিও বাড়াতে হবে।

শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে এবং আরও বাড়াতে হবে। আর এজন্য প্রকল্প বাছাই ও বাস্তবায়নে যত্নবান হতে হবে। এভাবেই উন্নয়নের পথে যাব।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর