ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন!

ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে তিনটি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইন্দুরকানী-কলারন সড়কের ফকিরহাট বেইলি ব্রিজ ও চরবলেশ্বর মিলবাড়ি বেইলি ব্রিজ দুটি প্রায় ৩ বছর যাবত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া চন্ডিপুর মালবাড়ি বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় ভারি যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়ে সতর্কতা মূলক সাইন বোর্ড ঝূঁলিয়ে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

এই সেতু দিয়ে প্রতিদিন রাজধানী ঢাকা সহ চট্রগ্রাম, খুলনা,বরিশাল রুটে দুরপাল্লা যানবাহন ছাড়াও অভ্যন্তরীণ রুটে শত শত ছোট বড় যানবাহন চলাচল করছে।

এদিকে দীর্ঘদিন ধরে ফকিরহাট ও চরবশ্বের সেতু দুটির অধিকাংশ স্লীপার মরিচা ধরে ভেঙ্গে গেলেও এ দুরবস্থার ব্যাপারে সংশ্লিস্ট কর্তৃপক্ষের নেই কোন মাথা ব্যাথা।

রাতের অন্ধকারে সেতু পার হতে গিয়ে পথচারিদের প্রায়ই ভেঙ্গে যাওয়া  স্লিপারের মধ্যে পা ঢুকে মারাত্বক দুর্ঘটনার শিকার হতে হয়। এছাড়া ভ্যান, রিকশা, মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চাকা ভাঙ্গা স্লিপারের মধ্যে ঢুকে পড়ার ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফকিরহাট বেইলি সেতুটির তিনটি স্লিপার মরিচা (জং) ধরে ভেঙ্গে গেছে।

এ সেতুটির আরও তিনটি স্লিপার মরিচা ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
 
এছাড়া চরবলেশ্বর মিলবাড়ি সেতুটির চারটি স্লিপার ভেঙ্গে গেছে এবং আরও ১০ টি স্লিপার মরিচা ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারি যানবাহনের ভারে যেকোন সময় এ ব্রিজ দুটির মরিচা ধরা স্লিপার গুলি ভেঙ্গে খালে পড়ে মারত্বক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আর চন্ডিপুর মিলবাড়ি সেতুটি ঝুঁকিপূর্ণ থাকায় ভারি যানবাহন চলাচলের উপরও রয়েছে নিষেধাজ্ঞা।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ফকরুল ইসলাম বলেন, ঐ সড়কটি আমার দায়িত্বের আওতার মধ্যে নয়। তথাপিও ঐ বেইলি ব্রিজ গুলোর বর্তমান দুরাবস্থার ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  


NEWS24▐ Kamrul 
 

সম্পর্কিত খবর