রাজধানীর সড়ক থেকে হঠাৎ উধাও গণপরিবহন

সংগৃহীত ছবি

রাজধানীর সড়ক থেকে হঠাৎ উধাও গণপরিবহন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রবিবার সকাল থেকে হঠাৎ করেই রাজধানীতে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গাড়ি। ফলে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়েছেন চরম বিপাকে।

 

পরিবহন সংকটে বেশির ভাগ মানুষকে পায়ে হেটেই গন্তব্যস্থলের দিকে ছুটতে দেখা গেছে। অনেকে আবার রিক্সা বা সিএনজি’র উপর ভরসা করেছেন। এই সুযোগে রিক্সা-সিএনজি ভাড়াও বেড়ে গেছে।

সপ্তাহের প্রথম দিনে হঠাৎ পরিবহন সংকটে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

কেউ কেউ রাজধানীতে বিএনপির সমাবেশকে দায়ী করেছেন। তবে কী কারণে হঠাৎ সড়ক থেকে পরিবহন উধাও হয়ে গেল তার সুস্পষ্ট জবাব দিতে পারেননি কেউ।  

এদিকে শুধু রাজধানী নয়, সারাদেশ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলও এদিন সকাল থেকে বন্ধ রয়েছে। সড়কে যানবাহন না থাকায় অনেকটা হরতালের অাবহ বিরাজ করছে।

সম্পর্কিত খবর