সংগীত পরিচালক আলাউদ্দীন আলী আইসিইউতে

ছবি সংগৃহীত

সংগীত পরিচালক আলাউদ্দীন আলী আইসিইউতে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার দিনগত রাত এগারোটার দিকে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। আলাউদ্দীন আলীকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র এক্সিকিউটিভ শারমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি গতকাল রাত ১০টার পরে আইসিইউ বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছেন।

তবে তিনি তার শারীরিক অবস্থার ব্যাপারে কোনও তথ্য দিতে পারেননি।

আলাউদ্দীন আলী একাধারে সংগীত পরিচালক, সুরকার, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

আলাউদ্দীন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান সৃষ্টি করেছেন। বহু গুণে গুণন্বিত এই মানুষটির জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর, মুন্সীগঞ্জের বিক্রমপুরের টঙ্গীবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে।

 

NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর