‘তাবলিগের দুপক্ষের ইজতেমা ফেব্রুয়ারিতে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

‘তাবলিগের দুপক্ষের ইজতেমা ফেব্রুয়ারিতে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের দুইপক্ষ একসঙ্গে বিশ্ব ইজতেমা করবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের মধ্যস্থতায় তাবলীগ জামাতের দুপক্ষ বৈঠকে বসে ইজতেমা একসঙ্গে করতে সম্মত হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, তাবলীগের দুইটি পক্ষ হয়ে গেছে। দুই পক্ষের সবাই এসেছিলেন।

আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় টঙ্গীতে দুপক্ষ একসঙ্গে ইজতেমা করবে।

উল্লেখ্য, ২০১৮ সালের বিশ্ব ইজতেমার পর তাবলিগ জামাতের দুপক্ষ আলাদাভাবে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করে। নিজামুদ্দীন মার্কাজপন্থী মাওলানা সাদের অনুসারীরা ১১, ১২ ও ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করেন। এর বিরোধিতা করে ১৮, ১৯ ও ২০ জানুয়ারি ইজতেমার তারিখ নির্ধারণ করে হেফাজতপন্থী মাওলানা জুবায়ের অনুসারীরা।

এ নিয়ে সারা বছরই উত্তেজনা থাকে। গত ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়। সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক আহত হন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর