দুপুরে রাজশাহী-সিলেট, সন্ধ্যায় চিটাগাং-রংপুর

রংপুর রাইডার্স

দুপুরে রাজশাহী-সিলেট, সন্ধ্যায় চিটাগাং-রংপুর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিলেট পর্ব শেষ। আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল। আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দুটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী কিংসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স।

রাজশাহী এ পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে। ৮ ম্যাচের চারটিতে জয় আর চারটিতে হার নিয়ে তাদের পয়েন্ট মাত্র ৮। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে তারা।

সিলেট সিক্সার্সের অবস্থা খুবই খারাপ।

৮ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি।

দিনের অন্য ম্যাচটি একই মাঠে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে। টেবিলের শীর্ষে থাকা চিটাগাং ভাইকিংসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। বিপিএল সিজন সিক্সে ২৮ ম্যাচ শেষে সেরা দল চিটাগং ভাইকিংস। প্রথমে দল না পেলেও মুশফিকুর রহিমকে নিয়ে ভাইকিংসরা এখন যেন আকাশে উড়েছে।

দলকে নেতৃত্বে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ভালো পারফরম্যান্স প্রদর্শন করছেন মুশফিক। এতে ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে ভাইকিংসরা।

সিলেট সিক্সার্স এর কাছে এক ম্যাচে পরাজয় ছাড়া প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে চিটাগং। বিপিএল এ এবার হতাশ করেছে মাশরাফির রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়নরা আছে চতুর্থ স্থানে। রংপুর ও রাজশাহী এই দুটি দলের সম্ভবনা আছে শেষ চারে খেলার।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর