ভাঙন রোধে সকল প্রকল্পের কাজের গতি বেড়েছে: শামীম

ছবি সংগৃহীত

ভাঙন রোধে সকল প্রকল্পের কাজের গতি বেড়েছে: শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, সারা দেশে নদী ভঙনের ঝুঁকিতে থাকা এলাকা চিহ্নিত করে বর্ষার আগেই ভাঙন রোধে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। ভাঙন রোধে দেশে চলমান সকল প্রকল্পের কাজের গতি বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 আজ শুক্রবার নড়িয়ায় নদী ভাঙন রোধে চলমান বাধ নির্মান প্রকল্পের সিসি ব্লক কাষ্টিং কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী নড়িয়ায় পদ্মার ডান তীড় রক্ষা বাধপ্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রকল্প কোন ধরনের গাফলতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা ও প্রকৌশলীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মন্ত্রী।

এর আগে নড়িয়া নদী ভাঙনে বিলীন হওয়া ২টি শিক্ষা প্রতিষ্ঠনের মধ্যে ১০ বান্ডেল ঢেউ টিন ও ৩০ হাজার করে নগদ অর্থ বিতরণ করেন মন্ত্রী। এসময় মুলফৎগঞ্জ বাজারে আগুনে পুরে যাওয়া ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ৭ হাজার ৫শ' টাকা করে বিতরণ করা হয়।  


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর