কুলসুমের জালে ধরা স্যাটেলাইট যুক্ত কচ্ছপ

স্যাটেলাইট যুক্ত কচ্ছপ

কুলসুমের জালে ধরা স্যাটেলাইট যুক্ত কচ্ছপ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সুন্দরবনে ৪০ বছর বয়সের আরও একটি কচ্ছপ (বাটাগুর বাসকা) স্যাটেলাইট ট্রান্সমিটারসহ জেলেদের জালে ধরা পড়েছে। বুধবার সুতারখালী নদীতে মাছ ধরার সময় কুলসুম নামে এক নারীর জালে এ কচ্ছপটি ধরা পড়ে।

পরে এটা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (সিএফ) আমির হোসেন চৌধুরী।

এর আগে, গত সোমবার বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী এলাকার পুটিমারী খালে এক জেলের জালে সাড়ে ১২ কেজি ওজনের একটি কচ্ছপ আটকা পড়ে।

দুপুরে শহরের প্রধান মাছ বাজারে কচ্ছপটি বিক্রির জন্য নেওয়া হলে সুন্দরবনের করমজল বাটাগুর বাসকা প্রজেক্টের স্টেশন ম্যানেজার আ. রব ও বন বিভাগের সদস্যরা সেটি উদ্ধার করেন।

ওই কচ্ছপটি ২০১৮ সালের ২ অক্টোবর বঙ্গোপসাগরের মোহনার কালিরচরের সুন্দরবনের ৪৩ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় ছাড়া হয়েছিল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর