কালীগঞ্জ উপজেলা নির্বাচনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

কালীগঞ্জ উপজেলা নির্বাচন

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

রুহুল আমিন, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে অবশেষে ভোট গ্রহণ করা হয়েছে।

এতে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের ফলাফলে বর্তমান চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দীক ঠান্ডু ভোট পান ২৭টি, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি আব্দুল মান্নান ভোট পান মাত্র পাঁচটি।

ভাইচ-চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এরমধ্যে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শিবলী নোমানী পান ২৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইচ-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি পান ১৩ ভোট।

এছাড়া মহিলা ভাইচ চেয়ারম্যান পদে দুজনের মধ্যে বর্তমান ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভীন ভোট পান ২৮টি ও নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইচ-চেয়ারম্যান তিথি রানী ভদ্র ভোট পান ১৭টি। ভোট পরিচালনা করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

প্রার্থী নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, উপজেলা, পৌর ও ইউনিয়ন আ.লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, সকল ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র ও সিনিয়র নেতৃবৃন্দসহ মোট ৪৮ জন ডেলিগেটরের মধ্যে ৪৬ জন তাদের ভোট প্রদান করেন।

(নিউজ টোয়েন্টিফোর/রুহুল/তৌহিদ)

সম্পর্কিত খবর