‘মার্কিন হুমকির মধ্যেও ইরান এগিয়ে যাচ্ছে’

ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র

‘মার্কিন হুমকির মধ্যেও ইরান এগিয়ে যাচ্ছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আমেরিকার হুমকি ও পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার পরও ইরান বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সক্ষমতা অর্জন করছে স্বীকার করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান জিনা হাসপেল।

একইসঙ্গে তিনি স্বীকার করেছেন, পরমাণু ক্ষেত্রে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে।

মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিতে শুনানির সময় জিনা হাসপেল এ কথা বলেন।

তিনি আরো বলেন, পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার জন্য ইরান কিছু সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

এ মুহূর্তে তারা কৌশলগতভাবে সহযোগিতা করছে কিন্তু আমরা দেখছি তারা নিজেদের মধ্যে বিতর্ক করছে কারণ তারা এ চুক্তি থেকে অর্থনৈতিক কোনো লাভ দেখছে না।

শুনানিতে হাসপেলের সঙ্গে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস অংশ নেন।

তিনি স্বীকার করেন, আমেরিকার গোয়ন্দা বিভাগের লোকজন মনে করে যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর