এই নির্বাচনে জনগণের সম্পৃক্ততা ছিল না: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ

এই নির্বাচনে জনগণের সম্পৃক্ততা ছিল না: মওদুদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে নতুন নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘আজকের এ সংসদ জনগণের সংসদ নয়, জনগণের ভোটে নির্বাচিত নয়। এই নির্বাচনে মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছে।

তিনি বলেছেন, এই নির্বাচনে ভোটারদের প্রার্থীদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। এই নির্বাচন করেছে প্রশাসন, পুলিশ আইন শৃঙ্খলাবাহিনী।

এই নির্বাচনে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান মওদুদ আহমেদ।

‘আমরা এই সরকারের পদত্যাগ দাবি করি এবং তিন থেকে ছয় মাসের মধ্যে নতুন করে নির্বাচন দাবি জানাই। আর এটার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর