চিটাগংয়ের দেয়া ১৭৫ রানের টার্গেটে ব্যাট করছে ঢাকা

ছবি সংগৃহীত

চিটাগংয়ের দেয়া ১৭৫ রানের টার্গেটে ব্যাট করছে ঢাকা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করতে চায় চিটাগং ভাইকিংস। সেই লক্ষ্যে বড় সংগ্রহের পথেই ছিল দলটি। তবে শেষদিকে আন্দ্রে রাসেলের অসাধারণ হ্যাটট্রিকে তাতে কিছুটা ভাটা পড়েছে। তবু লড়াকু পুঁজি পেয়েছে বন্দরনগরীর দলটি।

প্রতিপক্ষকে ১৭৫ রানের টার্গেট ছুড়ে দিয়েছে মুশফিক বাহিনী।

এজন্য বিশেষ কৃতিত্ব দিতে হবে ক্যামেরন ডেলপোর্ট ও মুশফিকুর রহিমকে। ৫৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭১ রানের ঝলমলে ইনিংস খেলেছেন ডেলপোর্ট। আর ২৪ বলে ৪ চার ও ২ বিশাল ছক্কায় ৪৩ রানের নান্দনিক ইনিংস খেলে দলকে ১৭৪ রানের ফাইটিং স্কোর এনে দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

নিজভূমে নিজেদের হারিয়ে খোঁজা চিটাগং ভাইকিংস চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুটা হয় আশা জাগানিয়া। শুভসূচনা এনে দেন মোহাম্মদ শাহজাদ ও ক্যামেরন ডেলপোর্ট। দারুণ খেলছিলেন তারা। তবে হঠাৎই ছন্দপতন। সুনিল নারাইনের বলে নুরুল হাসানের স্ট্যাম্পিং হয়ে ফেরেন দুর্দান্ত খেলতে থাকা শাহজাদ। ফেরার আগে ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে ইয়াসির আলিকে নিয়ে এগিয়ে যান ডেলপোর্ট। একপর্যায়ে জমে ওঠে তাদের জুটি। দুজনের মধ্যে বেশ বোঝাপড়া গড়ে ওঠে। ধরার বল ধরেন,খারাপ বল পেলেই বাউন্ডারিছাড়া করেন। ফলে দুরন্ত গতিতে এগিয়ে যায় চিটাগং। তবে আচমকা পথ হারান ইয়াসির। নারাইনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বির্চের হাতে ধরা পড়েন তিনি। ইনফর্ম এ ব্যাটসম্যান করেন ২০ বলে ২ চারে ১৯ রান।

পরে মুশফিককে নিয়ে খেলা ধরেন ডেলপোর্ট। যোগ্য সঙ্গও পান তিনি। প্রথমে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলেন। উইকেটে সেট হলেই ছোটাতে শুরু করেন স্ট্রোকের ফুলঝুরি। এতে উল্কার গতিতে ছোটে চিটাগং। পথিমধ্যে ফিফটি তুলে নেন ডেলপোর্ট। পঞ্চাশ ছোঁয়ার পর আরো বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। সমান তালে রানের ফোয়ারা বইয়ে দেন মুশফিক।

তবে অধিনায়ক থামতেই কক্ষচ্যুত চাটগাঁ। আন্দ্রে রাসেলের বোলিং তোপে পড়ে তারা। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে শুভাগত হোমের ক্যাচ বানিয়ে মুশফিককে ফেরান তিনি। পরের বলে একই ফিল্ডারের তালুবন্দি করে রানের নহর বইয়ে দিতে থাকা ডেপোর্টকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ক্যারিবীয় পেসার। তৃতীয় বলে দাসুন শানাকাকে মিজানুর রহমানের ক্যাচে পরিণত করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর