'সংসদে বিরোধী দলের সমালোচনায় বাধা নেই'

ছবি সংগৃহীত

'সংসদে বিরোধী দলের সমালোচনায় বাধা নেই'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সংসদে বিরোধী দল যাতে সমালোচনা করতে পারে সে জন্য সরকারি দল বাধা দেবে না। আজ বুধবার একাদশ সংসদের প্রথম অধিবেশনে দেয়া সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় সমালোচনা সব সময় গুরুত্বপূর্ণ। আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন।

এখানে আমরা কোনো বাধা সৃষ্টি করব না।

তিনি আরও বলেন, এর পূর্বে যখন দশম সংসদ চলেছে- একটা চমৎকার পরিবেশের মধ্য দিয়ে পরিচালিত হয়েছিল। আর এ জন্যই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করা সম্ভব হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, আবার যেহেতু আমরা সংসদে নির্বাচিত হয়ে এসেছি অবশ্যই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব।

উল্লেখ্য, গেল ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৮টি আসনে বিজয়ী হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

 

NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর