ফ্রান্সে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ৮

ছবি সংগৃহীত

ফ্রান্সে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ৮

অনলাইন প্রতিবেদক

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পশ্চিমে একটি আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসজ আটজন নিহত হয়েছেন। দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দমকল কর্মীসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তারা। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, মইয়ে করে ৫০ জন ব্যক্তি ওই ভবন থেকে বের করে আনা হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। তবে ওই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্যারিসের কৌঁসুলি জানিয়েছেন, সম্ভবত ইচ্ছাকৃতভাবে ওই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজন নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল তখন ভবনটির কাছেই পার্ক করে রাখা একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে ওই সন্দেহভাজন নারী। সন্দেহভাজন ওই নারী অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতেই থাকেন। তবে ঘটনার সময় তিনি মাতাল ছিলেন এবং গাড়িতে আগুন দেয়ার চেষ্টার পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, একজন প্রতিবেশির সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি এমনটা করছিলেন।

গৃহায়নমন্ত্রী জুলিয়েন দেনোরমান্ডি বলেছেন, ৪০ বছর বয়সী ওই নারীর মানসিক সমস্যার ইতিহাস রয়েছে।

সম্পর্কিত খবর