মেসিবিহীন আর্জেন্টিনাকে উড়িয়ে দিল নাইজেরিয়া

সংগৃহীত ছবি

মেসিবিহীন আর্জেন্টিনাকে উড়িয়ে দিল নাইজেরিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মেসিকে ছাড়া খেলতে নেমে নাইজেরিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারলো না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৪-২ গোলে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।  

রাশিয়ার এফকে ক্রাসনোদার স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটের মাথায় এভার বানেগার গোলে ১-০ তে এগিয়ে যায় দলটি। ৩৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও আগুয়েরো (২-০)।

বিরতির ঠিক আগ মুহূর্তে নাইজেরিয়ার পক্ষে গোল করেন লিচেস্টার সিটির তারকা ইহেনাচো (২-১)।  
 
বিরতির পর আর খুঁজে পাওয়া যায়নি শুরুর আর্জেন্টিনাকে। ম্যাচের ৫২ মিনিটের মাথায় দলকে ২-২ এ সমতায় আনতে গোল করেন আর্সেনালের তারকা অ্যালেক্স আইয়োবি। দুই মিনিট পরই নাইজেরিয়াকে লিড পাইয়ে দেন জাতীয় দলে অভিষিক্ত ব্রায়ান আইদু (৩-২)।
আর ৭৩ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন আর্সেনালের আইয়োবি (৪-২)।  
 
বাকি সময়ে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।

ফলে, মেসি বিহীন জর্জ সাম্পাওলির শিষ্যরা ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে। ১৯৯৪, ২০০২, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া। প্রতিটি ম্যাচেই জয় পায় দিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, আইমার, ওর্তেগাদের আর্জেন্টিনা।

সম্পর্কিত খবর