ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

ছবি সংগৃহীত

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে সুজন কাজী (২২) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। চিকিৎসাধীর অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

মৃত সুজন কাজী সদর উপজেলার কালীকাপুর গ্রামের মিলন কাজীর ছেলে।

গত ২ ফেব্রুয়ারি শনিবার ঝিনাইদহের কালীকাপুর বটতলা বাজারের আবাসিক এলাকায় নাসির উদ্দিনের একতলা ভবনের ছাদে রং এর কাজ করছিল ৩ জন রংমিস্ত্রি।  

ওই সময় ছাদের উপর দিয়ে যাওয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর ১ লাখ ৩২ হাজার ভোল্টের তারে বিকট শব্দে বিষ্ফোরণ ঘটলে মিস্ত্রি সুজনের সারা শরীর দগ্ধ হয় । খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ইউনিট তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এরপর আজ দুপুরে তার মৃত্যু হল।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর