আজ শেষ হয়ে যাচ্ছে বাণিজ্য মেলা

ছবি সংগৃহীত

আজ শেষ হয়ে যাচ্ছে বাণিজ্য মেলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ শেষ হচ্ছে মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৪তম আসর। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন। সেরা ব্যবসায়ীদের ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপনী টানবে বাণিজ্যমন্ত্রী।

শেষ মুহূর্তে গতকাল সাপ্তাহিক ছুটির দিনে সব স্টল-প্যাভিলিয়নে ছিল বিশেষ মূল্যছাড়সহ নানা রকম অফারের ছড়াছড়ি।

বিক্রেতাদের লক্ষ্যই ছিল-দাম কমিয়ে অধিক বিক্রি বাড়ানো।

তেমনি ক্রেতারাও মেলাজুড়ে খুঁজে বেড়িয়েছেন কত কম দামে, কত বেশি পণ্য নিয়ে ঘরে ফিরবেন। এভাবেই দিনভর লক্ষাধিক ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে গতকাল তিল ধারণের ঠাঁই ছিল না বাণিজ্য মেলা প্রাঙ্গণে।  

বাণিজ্য মেলার এ আসরে বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।

৯ জানুয়ারি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এক অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করেন।  

একাদশ জাতীয় নির্বাচনের কারণে ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি শুরু হয় মেলা। শেষ হওয়ার কথা ছিল ৮ ফেব্রুয়ারি। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিন মেলার সময় বৃদ্ধি করে আজ মেলার সমাপনী ঘোষণা করা হচ্ছে।  

এদিকে মেলায় এক মাসে ৫১ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবার মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ছিল ৬০৫টি।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর