৪৬ কেজি রুপার গহনাসহ পাচারকারী আটক

পাচারকারী আটক

৪৬ কেজি রুপার গহনাসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকা থেকে ৪৫ কেজি ৫০০ গ্রাম রুপার গহনাসহ উজ্জ্বল হোসেন (৩৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

শনিবার ভোররাতে দর্শনা কেরুজ বাজার থেকে উজ্জ্বলকে আটক করা হয়। আটক উজ্জ্বল হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা কেরুজ মিলপাড়ার আলম হোসেনের ছেলে। শনিবার দুপুরে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

আটক রুপার বাজার মূল্য ৩১ লাখ ৯৩ হাজার টাকা বলে জানায় বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন খবরে শুক্রবার রাত থেকেই দর্শনার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিজিবি। এসময় ভোররাতের দিকে কেরুজ বাজার এলাকায় এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশী করে আলাদা করে রাখা ২৯ কেজি ও সাড়ে ১৬ কেজির রুপার গহনা উদ্ধার করা হয়।

বিজিবি পরিচালক আরো জানান, উদ্ধার ৪৫ কেজি ৫০০ গ্রামে রুপার গহনার বাজারমূল্য ৩১ লাখ ৯৩ হাজার টাকা। আটক উজ্জলকে মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার মালামাল দর্শনা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/জামান/তৌহিদ)

সম্পর্কিত খবর