সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

প্রতীকী ছবি

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

যশোর প্রতিনিধি

যশোর শহরতলীর শেখহাটিতে প্রতিপক্ষের হামলায় শনিবার রাতে মামুন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হন আরিফ (২৬) ও শেফালি বেগম (৪২) নামে আরও দুইজন। পুলিশ জানায়, মেয়েলি ঘটনার জের ধরে এ সহিংসতার ঘটনা ঘটে।

নিহত মামুন (২৬) শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মৃত আব্দুর রহমানের ছেলে।

আহত আরিফ (২৬) কাজীপাড়া কাঠালতলা এলাকার বজলু খলিফার ছেলে এবং শেফালি বেগম (৪২) শেখহাটি আদর্শপাড়ার হারুন শেখের স্ত্রী। এদের মধ্যে নিহত মামুন ও আহত আরিফ ছাত্রলীগের কর্মী।

এদিকে হত্যাকান্ডের ঘটনায় পুলিশ আহত শেফালি বেগম ও তার ভাই বাবলাকে আটক করেছে। মূল ঘাতক শেফালির ছেলে হৃদয় পালিয়ে গেছে।

যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, নিহত মামুন ও আহত আরিফ রাত পৌণে এক টার দিকে শহরতলীর শেখহাটি আদর্শপাড়ায় জোড়াপুকুর এলাকায় গেলে হৃদয়সহ প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্রের আঘাতে দুইজনকে গুরুতর জখম করে। মেয়েলি ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় মামুনের। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হতে পারে। আরিফ ও শেফালির অবস্থা গুরুতর।

যশোর জেলা ছাত্রলীগ সভাপতি রওশন ইকবাল শাহী জানান, নিহত মামুনও আহত আরিফ ছাত্রলীগ কর্মী।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর