‘শেখ হাসিনার কিছুই করার নেই’

ব্যারিস্টার মঈনুল ইসলাম

‘শেখ হাসিনার কিছুই করার নেই’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বর্তমানে আমলাতান্ত্রিকতায় ছেয়ে যাওয়া দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কিছুই করার নেই’ মন্তব্য করে ব্যারিস্টার মঈনুল ইসলাম বলেছেন, ‘এই আমলাতান্ত্রিক সহযোগিতায়ই আওয়ামী লীগ জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। আসলে তারা এটা করে নিজেরা নিজেদের বঞ্চিত করেছে। এটা স্বাধীন দেশের মানুষের জন্য লজ্জার। ’ 

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র প্রয়াত রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে আয়োজিত এক শোকসভায় এ কথা বলেন ময়নুল।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, ‘রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে। এটা রাজনীতি নয়। দেশের রাজনীতি শেষ হয়ে গেছে। ’

‘অবসরপ্রাপ্ত আমলাদের রাজনীতিতে নেওয়া হয় না।

অথচ এখানে পুলিশও জড়িত হয়েছে। তারা দেশের মানুষ পেটায়। আজকে তারা মনে করে তাদের ছাড়া ড. কামালরা কি দেশ চালাতে পারবে? এখন দেশে যা চলছে তা নিছক আমলাতান্ত্রিকতা। ’

রাশেদ সোহরাওয়ার্দীর লাশ দেশে না আনা প্রসঙ্গে রহস্য দেখছেন ব্যারিস্টার মঈনুল।

বলেন, ‘আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায়। চাইলে রাশেদের মৃতদেহটা দেশে আনতে পারত। কেন যে আনা হলো না- খুব কষ্ট হচ্ছে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর