প্রশ্নপত্রে ভুল, বুধবারের এসএসসি পরীক্ষা পেছাল

এসএসসি পরীক্ষা

প্রশ্নপত্রে ভুল, বুধবারের এসএসসি পরীক্ষা পেছাল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অনিবার্য কারণবশত বুধবারের (১৩ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা পিছিয়ে আগামী ২ মার্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন দুপুর দুটায় এ পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার আট শিক্ষা বোর্ড থেকে আলাদাভাবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বুধবার এসএসসির ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা হওয়ার কথা ছিল।

তবে যোগাযোগ করা হলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানন, এসএসসির আইসিটি পরীক্ষার প্রশ্নপত্রে ক্যারিয়ার শিক্ষা বিষয়ের একাংশ ভুলে মুদ্রণ হয়ে যাওয়ায় আগামীকালের (বুধবার) ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে।

তিনি বলেন, যশোর বোর্ডে মঙ্গলবারের আইসিটি পরীক্ষায় ক্যারিয়ার শিক্ষার একাংশ ভুলে প্রিন্ট হয়ে যায়। এ জন্য নতুন প্রশ্ন তৈরি করে ২ মার্চ পরীক্ষা হবে ।

সারাদেশে ক্যারিয়ার শিক্ষায় পরীক্ষার্থী আছে প্রায় ২৫ হাজারের মতো বলেও জানান ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

এর আগে বিশ্ব ইজতেমার কারণে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের  ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে দেয় শিক্ষা বোর্ডগুলো।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর