রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন

ছবি সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয়তলায় আগুন লেগেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর ১৬টি ইউনিট আগুন নেভাতে গেছে বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল থেকে ধোঁয়া উড়তে দেখে রোগীদের অনেকে ভয়ে বেরিয়ে আসেন। হাসপাতালের নতুন ভবনে স্টোর রুমে আগুন লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন লাগার পর রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মূমুর্ষূ রোগীদের পাশের হাসপাতালে স্থানান্তর করা হয়। সাধারণ রোগীদের বের করে আনা হয় হাসপাতালের সামনের মাঠে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)