ভারত-চীন সীমান্তে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি

ভারত-চীন সীমান্তে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-চীন সীমান্তে অবস্থিত ভারতের অরুণাচল প্রদেশ। আজ শনিবার সকালে এ ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৪। তবে এখনও পর্যন্ত কোন প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত হয়েছে চীনের দক্ষিণ প্রান্তে।

অন্যদিকে অরুণাচলের বড় মেট্রো শহরেও সকালের দিকে কম্পন টের পাওয়া গেছে।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারত-চীন সীমান্তের কাছে। অরুণাচলের তেজু শহর থেকে কম্পনস্থলের দূরত্ব ৩৩০ কিলোমিটার। পাশিঘাট থেকে দূরত্ব ২৪৪ কিলোমিটার।

রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪।  

চীনের এক সংবাদ সংস্থার দাবি, সকাল ৬টা নাগাদ সেখানে কম্পন টের পাওয়া গেছে। রিখটার স্কেলে যার তীব্রতা ৬.৯।

সম্পর্কিত খবর