ইকুয়েডরে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প

প্রতীকী ছবি

ইকুয়েডরে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর ৫.১৭ মিনিটে ইকুয়েডর ও পেরুর সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৫ মাত্রায় এ ভূমিকম্প আঘাত হানে।

শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ২ মাত্রায় এ ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পশ্চিম ইকুয়েডরের কাছাকাছি গুয়াকুইল শহরে প্রথম ভূকম্পন অনুভূত হওয়ার ২৫ মিনিট পরে আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো জানিয়েছেন, প্রাথমিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ছয়জন আহত হয়েছেন। দু’টি স্বাস্থ্য কমপ্লেক্সসহ ছয়টি বাড়ির ক্ষতি হয়েছে। প্রতিটি রাজ্যে উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।

দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর ও টানেল বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর