রাবিতে অপহৃত ছাত্রী পুলিশের নাগালের মধ্যে : প্রো-ভিসি

সহপাঠীকে উদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ইনসেটে সন্দেহভাজন অপহরণকারী

রাবিতে অপহৃত ছাত্রী পুলিশের নাগালের মধ্যে : প্রো-ভিসি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে থেকে অপহৃত ছাত্রী পুলিশের নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রো-ভিসি) আনন্দ কুমার সাহা। শীঘ্রই তাকে উদ্ধার করে ক্যাম্পাসে হাজির করা হবে বলে শনিবার সকালে নিউজ টোয়েন্টিফোরকে তিনি জানান।

এদিকে, শুক্রবার রাতে অপহৃত ছাত্রীর স্বামী অভিযুক্ত সোহেল রানার বাবাকে নওগাঁর পত্মীতলা থেকে আটক করেছে পুলিশ।  

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে থেকে শুক্রবার সকালে ওই ছাত্রীকে অপহরণ করা হয়।

দিন-দুপুরে ক্যাম্পাসের ভেতরে এমন একটি অপ্রীতিকর ঘটনায় বিক্ষোভে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও ওই ছাত্রীর সহপাঠীরা জানান, ওই ছাত্রী হল থেকে বের  হয়েছিলেন স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য। হলের গেট থেকে ৫০ গজ এগোতেই তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। তিনজন যুবক টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

ছাত্রীটি এ সময় ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন। সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর ‘স্বামী’ সোহেল রানা পেশায় একজন আইনজীবী। সোহেল রানা তাকে অপহরণ করেছেন বলে দাবি করেছেন ছাত্রীর বাবা।

সম্পর্কিত খবর