পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দু’দল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ এমদাদুল হক ওরফে এমদাদ খুনকার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ১শ’ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের চেচুয়া বিলের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত এমদাদ শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ছিলেন।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।

এমদাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের রঞ্জিতপুর গ্রামে। তিনি খুনকার ওরফে খন্দকার রাফির পুত্র। এমদাদের মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, মঙ্গলবার ভোরে আদাবাড়িয়া গ্রামের চেচুয়া বিলের পাশে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী এমদাদকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, মাদক ব্যবসা নিয়ে জটিলতায় প্রতিপক্ষের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটতে পারে।  

এদিকে এলাকাবাসী জানান, মাদকবিরোধী অভিযান শুরু হলে এমদাদ আত্মগোপনে ছিল।

উল্লেখ্য, এমদাদের ভাই ওবাইদুল ওরফে লাল ভাই পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বেশ কয়েকবছর ধরে তিনি আত্মগোপনে আছেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর