কালাম মোল্লা হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

কালাম মোল্লা হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

যশোরের অভয়নগরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে কালাম মোল্লাকে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।  

একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেছেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- যশোরের অভয়নগর পুড়াখালি গ্রামের শাহাজাহান মোল্লা (৫০), তার ছেলে ইব্রাহিম মোল্লা (২০) ও হাবিবার সরকার (৫০)। মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ মে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে কালাম মোল্লাকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে মামলা করেন। ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনিচুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর