৬৮ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা প্রকাশ করল পাক সরকার

সন্ত্রাসী গোষ্ঠী

৬৮ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা প্রকাশ করল পাক সরকার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিজ দেশের ৬৮টি সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা প্রকাশ করেছে পাকিস্তান সরকার। এ তালিকায় ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী 'জুনদুল্লাহ'র নামও হয়েছে বলে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী দপ্তর এনএসিটিএ জানিয়েছে।

সূত্রটি জানায়, সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় ৬৮টি সংগঠন রয়েছে এবং এসব গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে 'জুনদুল্লাহ'ও রয়েছে।

এর আগে ইরানে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে জুনদুল্লাহ। এতে বহু মানুষ হতাহত হয়েছে।

এদিকে, পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদি জানান, দেশটির সরকারি অভিযানে মাসুদ আজহারের ভাই মুফতি আবদুল রউফ ও ছেলে হামাদ আজহারসহ জইশ-ই-মোহাম্মদের ৪৪ জন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

‘আমরা অন্য কোনো দেশের বিরুদ্ধে আমাদের দেশের মাটিকে ব্যবহার হতে দেব না। পাকিস্তান নিজেই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে’, বলেন পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর