‘ইসরাইল-মিয়ানমার-সৌদি মানবাধিকার লঙ্ঘন করছে’

সু চী- সালমান- নেতানিয়াহু

‘ইসরাইল-মিয়ানমার-সৌদি মানবাধিকার লঙ্ঘন করছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি আরব, মিয়ানমার ও ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এছাড়া তাদের এ তৎপরতা বন্ধ করতে জোড় নির্দেশ নিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাচেলে বলেছেন, এসব দেশকে অমানবিক তৎপরতা বন্ধ করতে হবে।

বুধবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪০তম বৈঠকে যে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছেন তাতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

তার প্রতিবেদনে আরও বলা হয়েছে, নারী মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আটক নারীদের মুক্তি দিতে হবে।

গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের প্রতি ইসরাইলি সহিংসতার নিন্দা জানান মিশেল বাচেলে।

তিনি বলেন, গাজা উপত্যকা অবরুদ্ধ করে রাখার কারণে সেখানকার পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সেখানে বেকারত্বের হার ৫০ শতাংশে পৌঁছেছে। অবরোধের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে এবং গাজার ৭০ শতাংশ মানুষের এখন মানবিক সহায়তা দরকার।

‌‘অর্থনৈতিক স্বার্থে রোহিঙ্গা মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে এবং শরণার্থী শিবির থেকে স্বেচ্ছায় স্বদেশে প্রত্যাবর্তনের সুযোগ তৈরির চেষ্টা করতে হবে’, মিয়ানমার ইস্যুতে ওই প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর