'বিমান ছিনতাই চেষ্টার পিস্তলটি খেলনা'

ছবি সংগৃহীত

'বিমান ছিনতাই চেষ্টার পিস্তলটি খেলনা'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় উদ্ধার করা পিস্তলটি ছিল বাংলাদেশে তৈরি প্লাস্টিকের খেলনা।

পিস্তলটির ব্যালাস্টিক পরীক্ষার পর বুধবার নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে এই প্রতিবেদনটি জমা দিয়েছে সিআইডি।

বিষয়টি নিশ্চিত করে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, আমরা পিস্তলটির ব্যালাস্টিক প্রতিবেদন হাতে পেয়েছি। সেখানে পিস্তলটি প্লাস্টিকের তৈরি খেলনা বলে উল্লেখ করা হয়েছে।

ব্যালাস্টিক বিশেষজ্ঞ সাকেরুল আলম স্বাক্ষরিত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় উদ্ধার করা পিস্তলটির গায়ে ‘গান সিরিজ ওসাকা, আমান ইন্ডাস্ট্রিজ, মেইড ইন বাংলাদেশ’ লেখা ছিল। পিস্তলটি দিয়ে গুলি করা সম্ভব নয়।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর