‘নুরের গণভবনের বক্তব্য সাংঘর্ষিক’

ডাকসু নির্বাচনে বামজোটের ভিপি প্রার্থী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী।

‘নুরের গণভবনের বক্তব্য সাংঘর্ষিক’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গণভবনে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরর বক্তব্য সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে বামজোটের ভিপি প্রার্থী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী। বলেছেন, গণভবনে ডাকসুর ভিপি নুরুল হক নুর যে বক্তব্য দিয়েছেন, তা তার আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন এ কথা বলেন লিটন নন্দী।

ডাকসু নির্বাচনে বামজোটের ভিপি প্রার্থী বলেন, তিনি (নুর) এর আগে নির্বাচন বয়কট করে পুনরায় নির্বাচন দাবি করেছিলেন।

গতকাল (গণভবনে দেওয়া বক্তব্যে) তিনি এ ফল নিয়ে এগিয়ে যেতে চেয়েছেন। ভিন্ন ভিন্ন বক্তব্য খুবই ক্ষতিকর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতাশ করেছেন।

এদিকে ভিপি নুরুল হক নুরকে নিয়ে সন্দেহ সৃষ্টি হলেও পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন লিটন নন্দী।

তিনি বলেন, শনিবার বিকেলে গণভবনে নুর যে বক্তব্য রেখেছেন, এরপর তিনি কারচুপির এই ভোট বাতিলের আন্দোলনে আছেন, নাকি নেই, তা স্পষ্ট করেননি। মিডিয়ার মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা সাংঘর্ষিক।

‌‘এই নির্বাচন জালিয়াতির নির্বাচন। এই নির্বাচন ছাত্রলীগ ছাড়া আমরা সবাই প্রত্যাখ্যান করেছি। এই আন্দোলন চলবে। ’

দাবিগুলো হলো- কারচুপির এই নির্বাচনের ফল বাতিল ঘোষণা, শিগগিরই পুনরায় তফসিল, উপাচার্যসহ এই নির্বাচনে দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তার পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার, প্রার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির প্রদান।

সংবাদ সম্মেলনে লিটন নন্দী আগামীকাল ১৮ মার্চ ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। এ সময় তার সঙ্গে ১০টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর