ঈদের আগেই রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

নির্বাচন কমিশন

ঈদের আগেই রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য চলতি মাসের (আগস্ট) শেষ সপ্তাহে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ছয়টি দলের সঙ্গে আলোচনা করবে ইসি। এরপর ঈদের ছুটির পর ফের ১০ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ধাপে সংলাপ শুরু হবে।

এছাড়া আগামী  ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবে প্রতিষ্ঠানটি।


 
আজ দুপুরে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগস্টের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। প্রথম ধাপে ছয়টি দলের সঙ্গে বৈঠক হবে। এক্ষেত্রে সকালে একটি দল ও বিকেলে আরেকটি দলের সঙ্গে সংলাপ করা হবে।
 

প্রথম ধাপের বৈঠকে কোন দলগুলোকে আমন্ত্রণ জানানো হচ্ছে- এমন প্রশ্নে হেলাল উদ্দিন আহম্মদ বলেন, নিবন্ধন তালিকায় যে দল সর্বশেষ আছে সেই দিক থেকে শুরু করা হবে।

সম্পর্কিত খবর