ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি, নোয়াখালীতে মিলাদ

ফাইল ছবি

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি, নোয়াখালীতে মিলাদ

নোয়াখালী প্রতিনিধি 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি বুধবার (২০ মার্চ) হওয়ার কথা রয়েছে। তাঁর শারীরিক অবস্থা পূর্বের চাইতে এখন বেশ ভালো আছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে বিভিন্ন স্থানে ওবায়দুল কাদেরের সফল অস্ত্রপাচার ও রোগমুক্তির জন্য বিভিন্ন মসজিদ, সরকারি প্রতিষ্ঠানগুলোতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন স্থানে মন্দিরগুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন, উপজেলা প্রকৌশলী ইব্রাহীম খলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইলিয়াছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল করিমসহ বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর