সেলফি তুলে জরিমানার কবলে বরুণ ধাওয়ান

ফাইল ছবি

সেলফি তুলে জরিমানার কবলে বরুণ ধাওয়ান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ব্যস্ত রাস্তায় গাড়ি থেকে মাথা বের করে তরুণীর সঙ্গে সেলফি তোলায় জরিমানা গুনতে হলো বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে। একইসঙ্গে বরুণকে সাবধান করে দিয়ে পুলিশ বলেছে, এগুলো সিনেমায় মানায়, বাস্তবে নয়। এমনটা আর করতে দেখলে আরও বড় শাস্তি হবে তার।

ভারতের মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় সিগনাল পড়ায় হঠাৎ থমকে গিয়েছিল গাড়ি।

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে পাশের গাড়িতে দেখতে পেয়ে উৎসাহী হয়ে পড়েছিলেন পাশে দাঁড়ানো অটোর তরুণী যাত্রী। তার অনুরোধেই সেলফি তোলেন বরুন। আর এই সেলফি তোলার জেরেই বিপাকে পড়তে হয় তাকে।

যানজটের মধ্যে যেভাবে তারা গাড়ির এবং অটোর জানালা দিয়ে মুখ বাড়িয়ে সেলফি তোলেন সেটা অত্যন্ত বিপজ্জনক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ।

news24bd.tv

সেলফি তোলার পরেই সেই ছবি পোস্ট করে মুম্বাই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে টুইট করে বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড সিনেমার পর্দায় মানায়। বাস্তবে তা অত্যন্ত বিপজ্জক। এরকম একজন ইউথ আইকন যদি এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করেন, তাহলে দেশের যুবারা তো বেপরোয়া হবেই।  

অভিনেতার এমন বেপরোয়া সেলফি তোলার জন্য মুম্বাই পুলিশ তাকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড রাস্তায় করতে দেখলে আরও বড় শাস্তি হবে বলে সতর্ক করে।

বরুণ অবশ্য মুম্বাই ট্রাফিক পুলিশের এই সতর্কতাকে বিনয়ের সঙ্গে মেনে নিয়েছেন।

টুইট করে বলেছেন, নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে চলন্ত গাড়িতে ছবি তোলা হয়নি। যখন সেলফি তোলা হয়েছিল তখন আমার গাড়ি এবং পাশের অটো দাঁড়িয়ে ছিল। তবু এ ধরনের কাজ যাতে আর না হয় তার খেয়াল রাখবেন বলে জানিয়েছেন অভিনেতা।  

এদিকে ওই তরুণীও তখন ঝটপট নিজের মোবাইলে বরুণের কয়েকখানা ছবি তুলে ফেলেন। নিজের হাতে বলিউড হিরোর ছবি তোলার সুযোগটা কোনমতেই হাতছাড়া করেননি তিনি। কিন্তু, এ কারণে যে বরুণকে জরিমানা গুনতে হবে তা বোধহয় তিনি ভাবতেও পারেননি। হয়ত বরুণও পুলিশকে এতটা 'বেরসিক' মনে করেননি।

সম্পর্কিত খবর