দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দুর্ঘটনা কবলিত ট্রাক

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার দুপুরে নশিপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আহত হয় আরো তিনজন। নিহত ট্রাক চালক গোলাম মোস্তফা (৪৩) জয়পুরহাট জেলার গোগাছি গ্রামের আফাস উদ্দিনের ছেলে।

অপর দিকে সকালে বীরগঞ্জে নসিমন উল্টে মিন্টু চন্দ্র (৩২) নামে আরেকজনের মৃত্যু হয়। নসিমন চালক মিন্টু চন্দ্র বীরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী আরাজী চৌধুরীপাড়া গ্রামের নবানু চন্দ্রের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা পৌনে একটায় সদর উপজেলার নশিপুর বিএডিসি অফিসের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দিনাজপুর থেকে পঞ্চগড়গামী একটি মাছের মিনি ট্রাকের সঙ্গে বিপরিত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ ঘটে।

এ সময় চারজন গুরুতর আহত হয়। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় ট্রাক চালক গোলাম মোস্তফার মৃত্যু হয়। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

দশমাইল হাইওয়ে থানার ওসি সামসুর নূর ঘটনাটি নিশ্চিত করেন।

এদিকে সকালে বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজার থেকে আঞ্চলিক সড়ক দিয়ে শহরে আসার সময় মাতানারী নামক স্থানে নসিমনের চাকা ভেঙ্গে উল্টে গেলে চালক মিন্টু চন্দ্র গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

(নিউজ টোয়েন্টিফোর/পলাশ/তৌহিদ)