বাঘাইছড়িতে সেনা ক্যাম্পের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন

বাঘাইছড়িতে সেনা ক্যাম্পের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

রাঙামাটি প্রতিনিধি

সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়িতে সেভেন মাডারের ঘটনার পর আতঙ্ক দেখা দিয়েছে সেখানে বসবাসরত মানুষের মধ্যে। তাই নিরাপত্তার জন্য পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছে তারা। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে গত ১৮মার্চ সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ও আহত পরিবারগুলোর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো. জাফর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী আব্দর শুক্কুর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর ছবুর, ৫নং ওর্য়াড কাউন্সিল শহিদুল ইসলাম মিঠু প্রমুখ।

বক্তরা বলেন, পাহাড়ি অঞ্চলে সেনা ক্যাম্প না থাকার কারণে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের গুলিতে কোনো মানুষ নিরাপদ নয়। চাঁদাবাজীসহ হত্যাযজ্ঞে মেতে উঠেছে তারা।

তাদের প্রতিহত করতে পারে একমাত্র সেনাবাহিনী। তাই পাহাড়ে পাহাড়ে সেনাক্যাম্প স্থাপনের করতে হবে।

বক্তরা আরও বলেন, যেখানে সরকারি কাজে নিয়োজিতরা অনিরাপদ, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদে থাকবে। ১৯৯৭সালে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করা হলেও পাহাড়ে শান্তি ফিরে আসেনি। প্রতিনিয়ত উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্রের মুখে প্রাণ হারাচ্ছে শত মানুষ।

মানববন্ধন শেষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন এলাকাবাসী।

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)

সম্পর্কিত খবর