লাফিয়ে নামা বিদেশি নাগরিকের পরিচয়

লাফ দিচ্ছেন আটকে পড়া এক ব্যক্তি

লাফিয়ে নামা বিদেশি নাগরিকের পরিচয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রীলঙ্কান নাগরিকের নাম ইন্ডিকা মারসিলিং। সানওয়েল লজিস্টিক বাংলাদেশ সার্ভিসে কাজ করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানায়, এফআর টাওয়ারে আগুন লাগার পর ইন্ডিকা ভবনের দোতলা থেকে লাফ দেন। ৪৬ বছর বয়সী ইন্ডিকার ডান হাতে আঘাত লেগেছে।

ভবনে অবস্থানকালে ধোয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট বেড়ে যায় তার। উপায়ান্ত না দেখে লাফ দেন তিনি।

উদ্ধার করার পর ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আহত অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এদিকে ২২তলা ভবনটিকে আটকা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। এ রকম আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। যোগ দিয়েছেন বিমানবাহিনী, নৌবাহিনীর সদস্যরাও।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর