বনানীর আগুনে মৃত বেড়ে ২

দগ্ধ হয়ে নিহত আব্দুল্লাহ আল ফারুক

বনানীর আগুনে মৃত বেড়ে ২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বনানীর এফআর টাওয়ারের আগুনে দগ্ধ হয়ে আব্দুল্লাহ আল ফারুক নামে আরো একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঢামেক বার্ন ইউনিটের প্রফেসর ডা. সাজ্জাদ খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

বলেন, আমাদের এখানে কিছুক্ষণ আগে দুই রোগী এসেছিল।

এদের মধ্যে আব্দুল্লাহ আল ফারুক নামে একজন দগ্ধ ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আবু হোসেন নামে আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। তিনি পায়ে আঘাত পেয়েছেন।

এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া এক দগ্ধ যুবককে মৃত ঘোষণা করা হয়।

ওই হাসপাতালে ৩০ জনের বেশি আহত ব্যক্তি এখনও চিকিৎসাধীন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এদিকে ২২তলা ভবনটিকে আটকা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। এ রকম আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। যোগ দিয়েছেন বিমানবাহিনী, নৌবাহিনীর সদস্যরাও।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর