বনানীর আগুনে নিহত বেড়ে ৫

নিহতদের তালিকা

বনানীর আগুনে নিহত বেড়ে ৫

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বনানীর ২২ তলা বিশিষ্ট এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন শ্রীলঙ্কান নাগরিকর রয়েছেন। নিহত বিদেশির নাম নিরস। তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান।

নিহত হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বালুগ্রামের নজরুল ইসলামের ছেলে পারভেজ সাজ্জাদ (৪৭) বনানী ক্লিনিক, দিনাজপুর জেলার বালিয়াকান্দি উপজেলার আবুল কাশেমের ছেলে মামুন (ইউনাইটেড হাসপাতাল, আমিনা ইয়াসমিন (৪০) (অ্যাপোলো হাসপাতাল)। আব্দুল্লাহ (ঢাকা মেডিকেল)

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে যাচ্ছে।

সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টারে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। সেখানে তিনটি হেলিকপ্টার আগুন নেভানোর কাজ করছে। এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি) ও মোটরসাইকেল ইউনিটও উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর