অবশেষে মিলল নিখোঁজ আবীরের মরদেহ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আনজির সিদ্দিক আবীর

অবশেষে মিলল নিখোঁজ আবীরের মরদেহ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আনজির সিদ্দিক আবীরের (২৮) মরদেহ পাওয়া গেল ভবনের ১৬তলায়। বৃহস্পতিবার রাত ১০টায় তার মৃতদেহ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।

এ তথ্য নিশ্চিত করে তার ছোট চাচা মোস্তাফিজার রহমান বলেন, তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালের মর্গে রয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানের মিকা সিকিউরিটিস লি. কোম্পানিতে কর্মরত ছিলেন।

তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর শহরের আবু বকর সিদ্দিক বাচ্ছু মিয়ার ছেলে। তার মা তামান্না একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি), মোটরসাইকেল ইউনিট, ৫টি হেলিকপ্টার ও সেনাবাহিনীসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধারকাজে অংশ নেয়। বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর