'এটা গাফিলতির মাধ্যমে হওয়া একটি হত্যাকাণ্ড'

ছবি সংগৃহীত

'এটা গাফিলতির মাধ্যমে হওয়া একটি হত্যাকাণ্ড'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বনানীর এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনা কোনও দুর্ঘটনা নয়। বরং এটি গাফিলতির মাধ্যমে একটি হত্যাকাণ্ড।

তিনি বলেন, ভবন নির্মাণে ত্রুটি ও অনুমোদনহীন নকশার জন্য দায়ী যেই হোন না কেন, যত শক্তিশালী আর প্রভাবশালী হোক না কেন তাকে তদন্তের আলোকে শা‌স্তির আওতায় আনা হবে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বনানীর এফ আর টাওয়ার পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, যেসব অবৈধ ভবন রয়েছে সেগু‌লো ভেঙে ফেলা হবে। এসব ভবন নির্মাণের সঙ্গে রাজউকের যেসব কর্মকর্তা জড়িত আছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ভবন অনু‌মোদ‌নের সময় রাজউকের সেই সময়ের চেয়ারম্যানসহ সংস্থার সংশ্লিষ্টদের খোঁজা হচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

আগুনের ঘটনায় ফৌজদা‌রিসহ তদন্তের আলোকে যে ধরনের মামলা দেয়া যায় সেই ধরনে মামলা হবে বলে জানানা তিনি।
এর আগে বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর