ঋণের টাকা উদ্ধারে গিয়ে পুড়ে মরল বৃদ্ধা

আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ঋণের টাকা উদ্ধারে গিয়ে পুড়ে মরল বৃদ্ধা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিদগ্ধ হয়ে রহিমা আকতার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আগুনে পুড়তে থাকা নিজের ঘর থেকে ঋণ নেওয়া টাকা উদ্ধার করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ সময় আশে পাশের আরও ১৪টি ঘর পুরে ছাই হয়ে যায়।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামে ঘটনা ঘটে।

রহিমা আকতার ওই গ্রামের মৃত বিশু মোহাম্মদের স্ত্রী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্সী সূত্রে জানা যায়, দুপুরে রহিমা বাসায় একাই ছিলেন। হঠাৎ আগুন দেখে প্রতিবেশিদের ডাকাডাকি করতে শুরু করেন তিনি। এক পর্যায়ে আগুনে পুড়তে থাকা ঘর থেকে ঋণের ৫০হাজার টাকা উদ্ধারের জন্য ঘরের ভেতর প্রবেশ করলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

ধারণা করা হচ্ছে রহিমা খাতুনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আটোয়ারী এবং পঞ্চগড় থেকে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আগুনে পুড়তে থাকা ঘর থেকে টাকা উদ্ধার করতে গেলে এই মৃত্যুর ঘটনা ঘটে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

(নিউজ টোয়েন্টিফোর/হায়দার/তৌহিদ)

সম্পর্কিত খবর