অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ভূমিকায় সাধারণ মানুষ

ছবি সংগৃহীত

অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ভূমিকায় সাধারণ মানুষ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দুই বছরের ব্যবধানে ফের রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জনান, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন চারদিকে ছড়িয়ে না যায় সেজন্য ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।

চলতি বছরে চুরিহাট্টা ও বনানী ট্রাজেডির মতো অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

মগ, বালতি দিয়ে অনেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, শুনেছি শটসার্কিট থেকে আগুনের সূত্র ঘটেছে। ফায়ার ‍সার্ভিস আসছে। এ মার্কেটে সব ধরনের কাগজের দোকান রয়েছে। আগুন মার্কেটের চারিদিকে ছড়িয়ে পড়ছে।
 
আরও বলেন, ফজরের নামাজের পরে আগুন লেগেছে। এখানে প্রচুর পানি সংকট রয়েছে।

স্কাউট ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও আগুন নেভানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। সময় যতো গড়াচ্ছে আগুণের লেলিহান ছড়িয়ে পড়েছে। চারিদিকে কালো ধোঁয়াও ছেয়ে গেছে।

এরআগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর