এইডস আছে জেনে পালাল ধর্ষণ চেষ্টাকারী, পরে গ্রেপ্তার

পালালেন ধর্ষণ চেষ্টাকারী

এইডস আছে জেনে পালাল ধর্ষণ চেষ্টাকারী, পরে গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিজেকে এইচআইভি পজিটিভ বলে দাবি করে ধর্ষণ থেকে বাঁচলেন এক নারী। এইচআইভি পজিটিভের কথা শুনে বিলাস আভহাদ নামে ওই যুবক পালাতে ধরলে তাকে আটক করে পুলিশ।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের অওরঙ্গবাদ শহরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় চলছে।

ভারতের গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়, গত ২৫ মার্চ অওরঙ্গবাদের রাজনগরে এই ২৯ বছরের বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করে কিশোর বিলাস। ওইদিন নিজের সাত বছরের মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বাজারে আসেন এই নারী। বাজার থেকে ফেরার সময় দেখেন তার কাছে মাত্র ১০ টাকা আছে। এই টাকায় অটো ভাড়া না হওয়ায় লিফটের জন্য চেষ্টা করেন তিনি।

এতে বলা হয়, পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন কিশোর বিলাস। তিনি মা ও মেয়েকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। রাস্তার মাঝে নির্জন এলাকায় ধারালো অস্ত্র দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করেন কিশোর বিলাস।

খবরে আরও বলা হয়, উপস্থিত বুদ্ধির আশ্রয় নিয়ে নিজেকে বাঁচাতে এই নারী জানান তার এইডস আছে। এই কথা শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত ব্যক্তি। ভুক্তভোগী ওই বিধবা বাড়ি ফিরে পুলিশের কাছে এই ঘটনা জানান। পরে পুলিশ কিশোর বিলাসকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)