'সমাজের অন্যায়,অনিয়মের বিরুদ্ধে ছাত্ররাই লড়াই করবে'

'সমাজের অন্যায়,অনিয়মের বিরুদ্ধে ছাত্ররাই লড়াই করবে'

ইমন চৌধুরী, পিরোজপুর

জাতীয় দৈনিক অধিকার পত্রিকার সংগঠন ‘বন্ধুমঞ্চ’ এর পিরোজপুর জেলা কমিটির এক আলোচনা সভায় পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সমাজের সকল অন্যায়,অনিয়মের বিরুদ্ধে ছাত্ররাই লড়াই  করবে। তাদের লড়াই হবে মাদক,বাল্যবিবাহ ও সন্ত্রাসদের বিরুদ্ধে। এমন কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ ছাত্রদের পাশে সব সময় থাকবে। আমি বন্ধুমঞ্চের সকল সদস্যদের সাধুবাদ জানাই।

উল্লেখ্য, বুধবার সকালে পিরোজপুর শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে অধিকারের জেলা প্রতিনিধি ইমন চৌধুরীকে সভাপতি ও প্রসানজিত মিস্ত্রিকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের  বন্ধুমঞ্চের পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করেন পত্রিকার সম্পাদক তাজবীর হুসেন সজীব।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, বিশেষ অতিথি সালমা রহমান হ্যাপী, দীপক শীল। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুমঞ্চের বিভিন্ন কলেজের সদস্যরা।

আগত অতিথিরা বন্ধুমঞ্চের সাফল্য কামনা করে বলেন, বন্ধমঞ্চ এগিয়ে যাবে বহুদুর এবং সমাজের ভালো কাজে সব সময় পাশে পাবে জনগন তেমনটাই প্রত্যাশা করি।

এ সময় দৈনিক অধিকারের পক্ষ থেকে গুনিজনদের সম্মাননা প্রদান করা হয়।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর