ক্ষমা চাইলেন চিত্রনায়ক ফেরদৌস

ছবি সংগৃহীত

ক্ষমা চাইলেন চিত্রনায়ক ফেরদৌস

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াটাকে ভুল মনে করছেন এই নায়ক। আজ বুধবার সন্ধ্যায় এই ভুলের কথা গণমাধ্যমকে জানান তিনি। এ জন্য তিনি ক্ষমাপ্রার্থণা করেছেন।  

গণমাধ্যমের কাছে চিত্রনায়ক ফেরদৌস বলেছেন , ‘আমি স্বাধীন দেশের নাগরিক।

বাংলাদেশের নাগরিক হিসেবে অন্য একটি দেশের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ কোনোভাবেই উচিত হয়নি। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আশা করি, সংশ্লিষ্ট সকলে আমার অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ’ 

এর আগে শর্ত ভঙ্গের কারণে ভারত সরকার ভিসা বাতিল করেছে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় নায়ক ফেরদৌসের।

দেশের বেশ কয়েকবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক শুটিং করতে ১২ এপ্রিল কলকাতায় যান। সেখানে শুটিংয়ের ফাঁকে তৃণমূলের পক্ষে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেন।  

এই প্রচারণায় অংশ নিয়েই বিপাকে পড়েন তিনি। ভারত সরকার ভিসা বাতিলের পাশাপাশি কালো তালিকাভুক্ত করে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার রাতের ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর