সৌদিতে দুই ভারতীয়র শিরশ্ছেদ

শিরশ্ছেদ

সৌদিতে দুই ভারতীয়র শিরশ্ছেদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

খুনের অপরাধে ভারতের পাঞ্জাবের দুই ব্যক্তিকে শিরশ্ছেদ করেছে সৌদি সরকার। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করে দেশটির পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে বসবাসকারী অন্য এক ভারতীয়কে হত্যার অপরাধে তাদের দুজনকে এই শাস্তি দেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি পাঞ্জাবের লুথিয়ানার হারজিত সিং ও হোশিয়াপুরের সতীন্দ্র কুমারের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সৌদি আরবে ভারতের দূতাবাসকে এ বিষয়ে জানানো হয়নি।

এদিকে দুই নাগরিককে রক্ষায় ব্যর্থতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে পাঞ্জাবের মুখমন্ত্রী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

সতীন্দ্রের স্ত্রী সীমা রানীকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রীতি অনুসারে মৃত্যু সনদ দেওয়া হবে। তবে পরিবারের কাছে মরদেহ ফেরত দেওয়া হবে না।

সীমা রানী বলেন, গত ২ মার্চ সৌদি আরব থেকে কেউ তাকে ফোন করে জানায় তার স্বামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

কিন্তু আনুষ্ঠানিকভাবে তাকে নিশ্চিত করা হয়নি এ তথ্য।

লুটের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় হরজিৎ, সতীন্দ্র ও ইমামুদ্দিনের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে খুন হয় ইমামুদ্দিন। এর কয়েকদিন পর হরজিৎ ও সতীন্দ্রকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর